সূর্য ও সূর্যমুখি খুব ভাল বন্ধু। তারা দু’জন প্রতিদিন একসাথে গল্প করতে পছন্দ করত। এক বর্ষার দিনে,কালো মেঘ সূর্যকে ঢেকে দিল। এ জন্য সূর্যকে আকাশে দেখা যাচ্ছিল না। সূর্যমূখী খুব মন খারাপ করলো। সে কালো মেঘকে বলল,”কালো মেঘ,কালো মেঘ তুমি কি জান,সূর্য আজ আকাশে ওঠেনি
কেন? ” কালো মেঘ বলল,”না! আমি জানি না! শুধু এ টুকু জানি যে,

আমি সূর্যকে ঢেকে দিয়েছি। এ ব্যাপারে তুমি বৃষ্টির সাথে কথা বল।” সূর্যমূখী বৃষ্টিকে জিজ্ঞাসা করলো,” বৃষ্টি,বৃষ্টি তুমি কি বলতে পারবে সূর্য আজ আকাশে ওঠেনি কেন ?” বৃষ্টি বলল,” হ্যাঁ ! আমি জানি সূর্য আজ আকাশে ওঠেনি । কারণ,আজ বর্ষার দিন। কালো মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে। বর্ষা যখন থামবে এবং কালো মেঘ যখন

আকাশ থেকে সরে যাবে তখনি তুমি সূর্যকে দেখতে পারবে। এর জন্য তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।”
সূর্যমূখী কিছুক্ষন অপেক্ষা করল। কিন্তু সে সূর্যকে আকাশে দেখতে পাচ্ছিল না। সূর্যমূখী বলল,” আর কতক্ষণ অপেক্ষা করবো? বৃষ্টি তো থামছেই না !” এ দিকে সূর্য ভাবছে

যে বৃষ্টি কখন থামবে এবং সূর্য কখন সূর্যমূখীর সঙ্গে গল্প করতে পারবে। সুর্যের খুব মন খারাপ হল। এ দিকে বৃষ্টি থেমে গেছে। কিন্তু টপটপ করে বৃষ্টি পড়ছে। সূর্যমূখী ভাবল ,”বৃষ্টি তো থেমেই গেছে ,কিন্তু সূর্য কেন আকাশে উঠল না!”
আর উঠবেই বা কিভাবে? কারণ এখনও বৃষ্টি পড়ছে ।আকাশটাও কেমন মেঘলা মেঘলা।কিছুক্ষণ পর দেখা গেল মেঘের আড়াল থেকে কীসের যেন আলো আসছে। সূর্যমূখী অবাক

মনে সেটার দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ পর আকাশে সূর্য উঠে গেল। সূর্যমূখী তো ভীষণ খুশী । সে সূর্যকে বলল, ” তোমাকে ছাড়া আমি একেবারেই অচল। তুমি তোমার আলো থেকে আমাকে বঞ্চিত করনা। তাহলে আমি বাঁচব না।” সূর্য বলল, তাই হবে। তুমি মন খারাপ করনা।”

তারপর তারা দু’জন মজার মজার গল্প করতে লাগল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল ।

Published: Jul 10, 2021
Latest Revision: Jul 10, 2021
Ourboox Unique Identifier: OB-1187427
Copyright © 2021