সূর্য ও সূর্যমূখী by নওভিয়া নীলাচল - Illustrated by নওভিয়া নীলাচল - Ourboox.com
This free e-book was created with
Ourboox.com

Create your own amazing e-book!
It's simple and free.

Start now

সূর্য ও সূর্যমূখী

by

Artwork: নওভিয়া নীলাচল

  • Joined Jul 2021
  • Published Books 2

সূর্য ও সূর্যমুখি খুব ভাল বন্ধু। তারা দু’জন প্রতিদিন একসাথে গল্প করতে পছন্দ করত। এক বর্ষার দিনে,কালো মেঘ সূর্যকে ঢেকে দিল। এ জন্য সূর্যকে আকাশে দেখা যাচ্ছিল না। সূর্যমূখী খুব মন খারাপ করলো। সে কালো মেঘকে বলল,”কালো মেঘ,কালো মেঘ তুমি কি জান,সূর্য আজ আকাশে ওঠেনি

কেন? ” কালো মেঘ বলল,”না! আমি জানি না! শুধু এ টুকু জানি যে,

2
সূর্য ও সূর্যমূখী

আমি সূর্যকে ঢেকে দিয়েছি। এ ব্যাপারে তুমি বৃষ্টির সাথে কথা বল।” সূর্যমূখী বৃষ্টিকে জিজ্ঞাসা করলো,” বৃষ্টি,বৃষ্টি তুমি কি বলতে পারবে সূর্য আজ আকাশে ওঠেনি কেন ?” বৃষ্টি বলল,” হ্যাঁ ! আমি জানি সূর্য আজ আকাশে ওঠেনি । কারণ,আজ বর্ষার দিন। কালো মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে। বর্ষা যখন থামবে এবং কালো মেঘ যখন

4
সূর্য ও সূর্যমূখী by নওভিয়া নীলাচল - Illustrated by নওভিয়া নীলাচল - Ourboox.com

আকাশ থেকে সরে যাবে তখনি তুমি সূর্যকে দেখতে পারবে। এর জন্য তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।” 

সূর্যমূখী কিছুক্ষন অপেক্ষা করল। কিন্তু সে সূর্যকে আকাশে দেখতে পাচ্ছিল না। সূর্যমূখী বলল,” আর কতক্ষণ অপেক্ষা করবো? বৃষ্টি তো থামছেই না !” এ দিকে সূর্য ভাবছে 

 

 

 

 

 

 

 

 

6
সূর্য ও সূর্যমূখী by নওভিয়া নীলাচল - Illustrated by নওভিয়া নীলাচল - Ourboox.com

যে বৃষ্টি কখন থামবে এবং সূর্য কখন সূর্যমূখীর সঙ্গে গল্প করতে পারবে। সুর্যের খুব মন খারাপ হল। এ দিকে বৃষ্টি থেমে গেছে। কিন্তু টপটপ করে বৃষ্টি পড়ছে। সূর্যমূখী ভাবল ,”বৃষ্টি তো থেমেই গেছে ,কিন্তু সূর্য কেন আকাশে উঠল না!”

আর উঠবেই বা কিভাবে? কারণ এখনও বৃষ্টি পড়ছে ।আকাশটাও কেমন মেঘলা মেঘলা।কিছুক্ষণ পর দেখা গেল মেঘের আড়াল থেকে কীসের যেন আলো আসছে। সূর্যমূখী অবাক

8
সূর্য ও সূর্যমূখী by নওভিয়া নীলাচল - Illustrated by নওভিয়া নীলাচল - Ourboox.com

মনে সেটার দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ পর আকাশে সূর্য উঠে গেল। সূর্যমূখী তো ভীষণ খুশী । সে সূর্যকে বলল, ” তোমাকে ছাড়া আমি একেবারেই অচল। তুমি তোমার আলো থেকে আমাকে বঞ্চিত করনা। তাহলে আমি বাঁচব না।” সূর্য বলল, তাই হবে। তুমি মন খারাপ করনা।” 

10
সূর্য ও সূর্যমূখী by নওভিয়া নীলাচল - Illustrated by নওভিয়া নীলাচল - Ourboox.com

তারপর তারা দু’জন মজার মজার গল্প করতে লাগল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল ।  

12
সূর্য ও সূর্যমূখী by নওভিয়া নীলাচল - Illustrated by নওভিয়া নীলাচল - Ourboox.com
This free e-book was created with
Ourboox.com

Create your own amazing e-book!
It's simple and free.

Start now

Ad Remove Ads [X]
Skip to content